টিকিট বিক্রির একটি অতিরিক্ত উপায়।
কোনো কর্মী/সদস্য ছাড়াই টিকিট বিক্রি করা যায়।
টিকিটের ‘ তাৎক্ষণিক হোম ডেলিভারি ‘ হয়।
টিকিট কাটতে দর্শককে লাইনে দাঁড়াতে হয় না।
একটি সুরক্ষিত টিকিট সিস্টেম যাতে জাল/নকল টিকিট তৈরি সম্ভব নয়।
যারা কাগজের নোটের চেয়ে মোবাইল ওয়ালেট /UPI ব্যবহার করতে পছন্দ করে, তাদের জন্য খুব সুবিধাজনক।
টিকিট কাউন্টারে খুচরোর ঝামেলা নেই।
কোনো অনুষ্ঠানের / প্রতিষ্ঠানের প্রচারের সময় থেকেই বাড়তি লোক ছাড়াই টিকিট বিক্রি শুরু করা যায়।
হিসাবে ভুল / টাকা হারিয়ে যাওয়ার ভয় নেই।
কোনো বাড়তি প্রচেষ্টা ছাড়াই দর্শকের ডাটাবেস তৈরি হয়ে যায় , ফলে পরবর্তী কালে অনুষ্ঠানের প্রমোশন করতে বা দর্শককে কোনো নতুন খবর জানাতে খুব সুবিধা হয় ।
1 comment