নিজের  প্রতিষ্ঠানে ‘অনলাইন টিকিট সিস্টেম’ সেট আপ করার জন্য খরচ এবং সময় কেমন প্রয়োজন? 

‘অনলাইন টিকিট সিস্টেম’ সেট আপ করার জন্য  বিভিন্ন ধাপে খরচ করতে হয়। সমস্ত কাজ সম্পন্ন করতে প্রাথমিক খরচ কমপক্ষে  পাঁচ লাখ টাকা। এছারাও প্রতিটি লেনদেনের জন্য  পেমেন্ট গেটওয়ে চার্জ এবং জিএসটি।  

সময় নির্ভর করবে যে সফটওয়ার ইঞ্জিনিয়ার কাজ করবে তার দক্ষতার উপর। একজন সাধারন  সফটওয়ার ইঞ্জিনিয়ার কাজ করলে পুরো প্রক্রিয়া শেষ করতে অন্তত ২মাস সময় প্রয়োজন। 

Share this page via

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *