টিকিট নকল হতে পারে একথা, বললে অনেকেই হয়ত ভাবেন এসব কল্পনা মাত্র। লোকজন এসব করে নাকি! আমাদের এখানে লোকজন খুব সৎ। হ্যাঁ আমিও তাই মনে করি। লোকজন সৎ, অন্তত বেশিরভাগ মানুষ। সমস্ত মানুষই সৎ হোক এই আশাও করি।
কিন্ত তবুও আমাদের অলক্ষ্যেই টিকিট নকল করার মত ঘটনা ঘটছে। সবতো ধরা পরেনা, বা জানা যায়না। আমরা অনেকে চাইওনা এগুলো ধরা পড়ুক। ফলে তারা তাদের মত কাজ করে যাচ্ছে। নকল টিকিট শুধু তারা নিজেরাই ব্যাবহার করছে না, বিক্রিও করছে দেদার।

তবে যেখানে ধরা পরার ব্যাবস্থা রয়েছে, সেখানে ধরা পরেছে। অপরাধী জেলেও গেছে। আমার মনগড়া কথা নয়, খবরে বেরিয়েছে। নিচে দেওয়া লিঙ্ক থেকে পড়ে নিতে পারেন। বিশ্বাকাপ খেলার টিকিট, যেখানে নানা রকম প্রতিরক্ষা ব্যাবস্থা রয়েছে, সেই টিকিট ২০০ কপি নকল করে বিক্রি করার সাহসও দেখিয়েছে মানুষ।
আপনি কি এখনও ভাবছেন আপনার আগামী অনুষ্ঠানের টিকিট কেও নকল করবে না! ভাবতেই পারেন।
তবে নকলকারী দের হাত থেকে টিকিট রক্ষা করতে হলে ব্যাবহার করুন টিকিট-লাইন (ticketline.in). বিশদে জানতে ফোন করুন ৮৭৭৭২৮৬১৯৪ নম্বরে।